বিশেষ প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সোমবার সকালে উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামের রফিকুল ইসলাম ও বড় মনির দু গ্রাপের মধ্যে এ ঘটনা ঘটে ।
এসময় রফিকুল ইসলাম এর বাড়ির গেট,এসি ও থাই গ্লাস ভাঙচুর সহ দাউদ ও মিজানের বাড়িঘর ভাঙচুর করে অন্তত ৫টি বাড়িঘর ভাংচুর করা হয় ।
পরবর্তীতে ঘটনাস্থলসহ বিভিন্ন জায়গা থেকে ৬জনকে আটক করে পুলিশ ।
আটককৃতরা হলেন সব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম,মোঃ রিপন মিয়া ,গোলাপ মিয়া,মোঃ আফতাব , মোঃ চুন্নু.সোবহান কাজী ও মোঃ সাবু , এঘটনায় ঘটনাস্থল থেকে ১১রোটি ঢাল,৩টি দা, একটি থুরকুচি ও ৯টি রডের খন্ড উদ্ধার করছে পুলিশ।
ক্ষতিগ্রস্ত মিজান জানান,পরিকল্পিতভাবে আমার বাড়িঘর ভাংচুর ও লুটপাট করছে আমি প্রশাসনের নিকট সঠিক বিচার চাই।
অন্যদিকের ক্ষতিগ্রস্ত দাউদ জানান,আমার যে ক্ষতি হয়েছে তা বলার ভাষা নেই। আমার বাড়িঘর ভাংচুর ও লুটপাট করছে আমি এর সঠিক বিচার চাই।
এই বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ওসি শেখ তাসমীম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন-ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে সাথে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার পুনরাবৃত্তি না ঘটিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান ।