মো: সাজ্জাদ হোসেন :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান এ্যাড.নিতাই রায় চৌধুরী বলেছেন,দীর্ঘ ১৬ বছর এদেশের মানুষ ভয়ঙ্কর ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে ছিল অতিষ্ট । বাংলাদেশে কোন বিচার ব্যবস্থা ছিল না । ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের একনায়কতন্ত্রে এদেশের অনেক মানুষ গুম,হত্যা আর নির্যাতনের শিকার হতে হয়েছে । এ ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে দেশ থেকে ৩০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ।
তাদের পরিচালিত প্রশাসনে সাধারণ মানুষের কোন চাকুরি হয়নি,হয়রানি ও আর নির্যাতনে মানুষ হয়েছে পিষ্ট । পাতানো নির্বাচনে বার বার ফ্যাসিস্ট সরকার নির্বাচিত হয়ে সরকার গঠন করে এদশের মানুষের উপর চালিয়েছে বর্বর নির্যাতন ।
তিনি আরো বলেন,শেখ হাসিনা ছিল আলী বাবা আর তার দোসরা ছিল চল্লিশ চোর । এ দোসরা বার বার ক্ষমতায় টিকে থাকতে নানা রকম ছল চাতরি করেছে এদেশের জনগণের সাথে । এদেশের বিচার ব্যবস্থায় ছিল না স্বাধীন । যেকোন সময় নানা আইন পাশ করে এদেশের মানুষকে তারা করেছে শোষন । আমি বিগত সময়ে শালিখা মহম্মদপুর মানুষের সাথে ছিলাম ,ভবিষ্যতেও থাকবো ।
জনগণের উদ্দেশ্য বলেন,আমরা তারেক জিয়ার ৩১ বাস্তবায়নে আমরা কাজ করছি । আগামী নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করুন । আজ শনিবার বিকালে শালিখা উপজেলা বিএনপি আয়োজিত আড়পাড়া সরকারি হাইস্কুল প্রাঙ্গনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে এ কথাগুলো বলেন তিনি । সভায় শালিখা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ওয়াজেদ আলী সর্দ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মিথুন রায় চৌধুরি,এ্যাড,খান রোকনুজ্জামান,জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন শিকদার,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম,শালিখা উপজেলা জাসসের সভাপতি মনিরুজ্জামান,শালিখা শ্রমিক দলের আহবায়ক মো: সেলিম ও মহম্মদপুর ্উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড.মনজুরুল ইসলাম প্রমুখ ।
সভায় শালিখা উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।