বিশেষ প্রতিনিধি :
বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যার দ্বায়ে শেখ হাসিনার ৫৭ বার ফাসি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।
আজ বিকাল ৪ টায় মাগুরা শহরের ফাতেমা কমিউনিটি সেন্টারে আয়োজিত মাগুরা জেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এসময় নেতাকর্মীদের আগামী নির্বাচন পর্যন্ত ইস্পাত কঠিন ঐক্য ধরে রেখে সকল চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। মতবিনিময় সভা সঞ্চালনা করেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।