মোঃ সাইফুল্লাহ:
মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর সদর ইউনিয়নের উদ্যোগে ২৯ নভেম্বর শুক্রবার সকালে বিশেষ দাওয়াতী অভিযান অনুষ্ঠিত হয়েছে। দাওয়াতী অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলার নায়েবে আমীর কাজী আব্দুল আওয়াল সবুর, সদর ইউনিয়ন আমীর মাওলানা ইনছান আলী, অধ্যাপক খলিফা খাজা আহমদসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ। শ্রীপুর সদর ইউনিয়ন আমীর মাওলানা ইনছান আলী জানান- আজ বাদ ফজর শ্রীপুর সদর ইউনিয়নের অর্ধশতাধিক নেতা কর্মীদের নিয়ে ৬টি গ্রুপে বিভক্ত হয়ে উপজেলার খড়িবারিয়া গ্রামের মধ্যে পাড়া থেকে দাওয়াতী অভিযান শুরু করে ৭ নং ওয়ার্ডের প্রায় সর্বত্রে দাওয়াত প্রদান করি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ দাওয়াতে জনগণের নিকট থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের এ দাওয়াতী অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।