বিশেষ প্রতিনিধি:
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যর একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে আজ (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ।
কর্মসূচির মধ্যে দিনের শুরুতে জাতীয় সংগীত পাঠ করে জাতীয় পতাকা উত্তোলন করে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এর উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের এর পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এর পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এ,এস,এম মুক্তারুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুশান্ত কুমার বিশ্বাস, জেলা তথ্য অফিসার পাভেল দাশ ,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ ইয়াছিন আলী,সিভিল সার্জন মোঃ শামীম কবির ও স্থানীয় নেতৃবৃন্দ। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এর আলোচনা সভায় জেলার সকল কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।