বিশেষ প্রতিনিধি:
মাগুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর ) সকাল ১১ টায় মাগুরা শহরের ভায়না এলাকায় দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তলন করা হয়। এর পর ভায়না থেকে শত শত নেতাকর্মী বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীটি ভায়না মোড় হয়ে ঢাকারোড এলাকার পারনান্দুয়ালী মসজিদের সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কৃষকদলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষকদলের আহব্বায়ক রুবাইয়াত হোসেন খান।
জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
সমাবেশে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক মো: আলমগীর হোসেন, মাগুরা পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল, মাগুরা সদর উপজেলা বিএনপির আহব্বায়ক মো: কুতুবউদ্দিন, মাগুরা জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুর রহিম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।