শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রিতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টাঙ্গাইলের কালিহাতী উপজেলা শাখার বল্লা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিজন আহম্মেদকে সংগঠন থেকে অব্যহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক অপকর্মের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
২৭ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কালিহাতী উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা এবং সদস্য সচিব (ভারপ্রাপ্ত) হাসমত আলী রেজার স্বাক্ষরে এই ঘোষণা জানানো হয়। বিজ্ঞপ্তিতে কালিহাতী উপজেলা এবং বল্লা ইউনিয়ন যুবদলের সকল নেতা-কর্মীকে লিজন আহম্মেদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো জানান, লিজন আহম্মেদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, দলে যারা আছেন, তাদের কোনো অপকর্মের দায়ভার বিএনপি ও এর অঙ্গ সংগঠন নেবে না।
এ সিদ্ধান্তের মাধ্যমে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে যুবদল তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।