মােঃ সাইফুল্লাহ :
মাগুরার শ্রীপুর উপজেলা ৮ টি ইউনিয়নে আজ বৃহস্পতিবার একযোগে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’-শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । আগামী ১৩ জানুয়ারি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘তারুণ্যের উৎসবে’ প্রত্যেক ইউনিয়ন থেকে ৫ জনের একটি করে টিম অংশগ্রহণ করবে।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাদিরপাড়া ও সব্দালপুর ইউনিয়ন পরিষদে কর্মশালার উদ্বোধন করেন। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত শ্রীকোল ইউনিয়ন পরিষদের কর্মশালার উদ্বোধন করেন শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) গুন্জন কুমার। শ্রীকোল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবু বক্কার মোল্লার সভাপতিত্বে এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ মোল্লা, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীকোল ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোছাঃ কুলসুম বেগম,মোছাঃ ঝুমুর বেগম, সচিব মোঃ মুক্তাদির রহমান ধোনি, মোঃ ইমরান হোসেন,উপসহকারী কৃষি কর্মকর্তাদ্বয়সহ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থীবৃন্দ।