মোঃ সাইফুল্লাহ:
আগামী ১৬ জানুয়ারি বৃহস্পতিবার আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানের মাগুরায় আগমন উপলক্ষে শুক্রবার সকালে আল আমিন কমপ্লেক্সে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা আমীর অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন।
জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে সুরার অন্যতম সদস্য আব্দুল মতিন।
বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হুসাইন, মহম্মদপুর উপজেলা আমীর নুর আহমেদ আলী, শালিখা উপজেলা আমীর অধ্যাপক আফসার উদ্দিন, পৌর সভার আমীর অধ্যাপক মাওলানা আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ আশিক খান।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়নের কর্ম পরিষদ সদস্য ও টিম সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।