Wednesday , 22 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় ভূমিদস্যু আখ্যা দেওয়ার প্রতিবাদ ও পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
Btech News
January 22, 2025 5:32 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরায় পৈতৃক সম্পত্তি উদ্ধার ও দখলমুক্ত করে দুটি ঘর নির্মাণকে কেন্দ্র করে ভূমিদস্যু ও দখলদারিত্বের অভিযোগ তুলে প্রতিপক্ষের বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার!

এ উপলক্ষে মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মাগুরার দোয়াড়পাড় এলাকার বাঁকী ইমামের ইট ভাটায় ২০৬ শতক জমির প্রকৃত মালিক দাবি করে উক্ত জমিতেই সংবাদ সম্মেলনে বক্তব্য দেয় মৃত ইব্রাতুল্লো ও আইজদ্দিনের পরিবারের সদস্যরা। এসময় পরিবারটির ১০ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইজদ্দিনের ৫ ছেলে আকু শেখ, ইসলাম শেখ, আমিনুল শেখ, আমজেদ ও শরীফুল এবং ৫ মেয়ে রিজিয়া, সাবিনা, পারভীন, জহুরা ও আকিলা বেগম।

পরিবারটি পক্ষে শরিফুল শেখ সংবাদ সম্মেলনে বলেন, আমি শরিফুল এই মর্মে বয়ান দিতেছি আমার হাতে একটা দলিলের ফটোকপি আছে এই দলিলটার মালিক ইব্রাতুল্লো। আর যে জায়গাটায় বসে রয়ছি এটাই এই জমির দলিল। এই জমির দলিল ইব্রাতুল্লোর এবং ইব্রাতুল্লোর আলাপালা আমরা। এটা আমাদের পৈত্রিক সম্পত্তি। এই জমির ওয়ারেশ আমরা৷ এই জমির ওয়ারেশ ইচ্ছামূলে খতিরন নেছা৷ খতিরন নেছার ছেলে আমার বাবা আইজদ্দিন। আমরা আইজদ্দিনের ছেলে পেলে৷ আমরা নিরীহ ও খুব সাধারণ গরীব পরিবারের সন্তান। আমাদের এই জমিটি কোনো এক সময় আমার দাদির কাছ থেকে মৌখিক লিজ নেয় মাগুরা পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম। পরবর্তীতে সে এখানে একটা ভাটা তৈরি করে । এরপর আমার দাদি মারা যায়। তবে মারা যাবার আগে দাদি আমাদের জানায় এই জমিটা আমাদের বা আমার বাপের। এই জমিটা তুই তাদের কাছ থেকে ছাড়িয়ে নিস। এই মর্মে আমার বাপ আইজদ্দিন শেখ বাকি ইমামকে এই জমি ছাড়তে বললে সে বলে এই জমি আমাদের, জমি কিনে নিছি আমরা।

এইপর আমার বাপ মাগুরা সিভিল কোর্টে একটি কেস দাখিল করে। আমার বাপ সকল ডকুমেন্টস প্রমাণ, দলিল এবং ২২ এর রেকর্ড দাখিল করে। ঐ সময় আওয়ামী সরকার পাওয়ারে থাকায় আমার নিরীহ বাপকে কখনো ওই কোর্টে যেতে দেয়নি। এই মামলার স্বাক্ষীদের কেও কোর্টে যেতে দেয়নি।

এরপর সে ক্ষমতা ও রাষ্ট্রীয়বলে এই কেসটা স্থগিত আদেশ তৈরি করে। তারপর থেকে কোনো রকম টেনে টুনে নিয়ে গোপনীয় কায়দায় কেসটা হাইকোর্ট নিতে সক্ষম হই। পরে বাকি ইমাম এই জমিতে একটি ব্লিডিং তৈরি করার চেষ্টা করে তখন আমরা স্থানীয় ভাবে বাধা দিতে না পেরে আইনের আশ্রয় নিই। আইন এখানে ৪৪ জারি করে এবং বাকি ইমামকে জমির কাগজ পত্র দেখাতে বলে। এসময় সে কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। সে ক্ষমতার বলে এযাবতকাল এই জমিটি খেয়ে আসছে। গত ১৯ তারিখে আমরা এই জমিতে দুটো ঘর উঠাই কারণ এই জমিতে উল্লেখ আছে এই জমি ইব্রাতুল্লাহর।

এরপর থেকে সে আমার ও আমার পরিবারের উপর বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকি ও দিয়েছে৷ তাই আমি বাংলাদেশের জনগণের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের এই নিরীহ পরিবারটি পাশে দাড়ানোর জন্য। আমরা কোনো ভুমিদস্যু না আমরা আমাদের জমিতে ঘর করতে চাচ্ছি৷

আমাদের নিয়ে বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার করা হচ্ছে “আমরা নাকি ভূমিদস্যু। বিএনপি হয়ে আওয়ামী লীগের জমি দখল করে নিচ্ছি আমরা।”- এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা আমাদের পৈতৃক সম্পত্তি দখলে নিয়েছি। আমরা আমাদের প্রকৃত দলিলের জমি ফিরে পেয়েছি। যদি বাকি ইমামের কাছে এই জমি কেনার কোনো কাগজপত্র থেকে থাকে আমাদেরকে দেখাক। আমাদের সামনে আনুক। আমরা জমি ছেড়ে দিবো।

সংবাদ সম্মেলনে মাগুরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট- ইলেক্টনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরা শ্রীপুরের সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে নানান দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ!

মাগুরায় শত্রুজিৎপুর ইউপি চেয়ারম্যানের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা মেলা ও শীতবস্ত্র বিতরণ

পলাশে প্রান-আরএফএল গ্রুপে বেতন-বোনাস বৃদ্ধিসহ ৩০ দফা দাবিতে শ্রমিকদের আন্দোলন।

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত- ১

কালিহাতীতে সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

মাগুরায় ছাত্রদল নেতা তোয়েব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শিপব্রেকিং ইয়ার্ডে ১০ বছরে ১৪০ শ্রমিকের মৃত্যু

বৃদ্ধকে জনসম্মুখে মাথা ন্যাড়া করায় আটক ত্রিনাথ শীল!

মাগুরায় কলেজ ছাত্র তীর্থ রুদ্র হত্যার মূল আসামি গ্রেফতার! মটর সাইকেল উদ্ধার!