বিটেক নিউজ ডেস্ক:
আমরা বাড়ি তৈরীতে কোথায় কি ক্যামিকেল ব্যবহার করবো তা নিয়ে সব সময় ভাবনায় পড়ি। আসুন জেনে নেই বাড়ি তৈরীতে কোথায় কোন ক্যামিকেল ব্যবহার করতে হয়।
** বেজ ঢালাইতে কি ক্যামিকেল ব্যবহার করবেন?
উত্তর: বেজে ঢালায়কৃত কংক্রিট সব সময় কাদা-মাটি ও পানির সংস্পর্শে থাকে। পানির কারণে কংক্রিট দ্রুত ড্যাম হয়ে যায়। সে জন্য বেজে ঢালাইকৃত কংক্রিট ওয়াটারপ্রুফ বা পানি প্রতিরোধী হওয়া অত্যান্ত জরুরী। কারণ কংক্রিট ওয়াটার প্রুফ বা পানি প্রতিরোধী হলে কংক্রিট ড্যাম্প হয় না নোনা ও ধরে না। সে জন্য বেজ ঢালায়ে ওয়াটার প্রুফ ক্যামিকেল ব্যবহার করতে হয়।
অনলাইনে ক্যামিকেল কিনতে এখানে ক্লিক করুন।
** সেফটি ট্যংক, ওয়াটার রিজার্ভার ও ওভারহেড পানির ট্যাংক ঢালায়ে কি ক্যামিকেল ব্যবহার করবেন।
উত্তর: সেফটি ট্যংক, ওয়াটার রিজার্ভার ও ওভারহেড পানির ট্যাংকে ঢালায়কৃত কংক্রিট সব সময় কাদা-মাটি, ময়লা ও পানির সংস্পর্শে থাকে। পানির কারণে কংক্রিট দ্রুত ড্যাম হয়ে যায়। সে জন্য সেফটি ট্যংক, ওয়াটার রিজার্ভার ও ওভারহেড পানির ট্যাংকে ঢালাইকৃত কংক্রিট ওয়াটারপ্রুফ বা পানি প্রতিরোধী হওয়া অত্যান্ত জরুরী। কারণ কংক্রিট ওয়াটার প্রুফ বা পানি প্রতিরোধী হলে কংক্রিট ড্যাম্প হয় না নোনা ও ধরে না। সে জন্য বেজ ঢালায়ে ওয়াটার প্রুফ ক্যামিকেল ব্যবহার করতে হয়।
অনলাইনে ক্যামিকেল কিনতে এখানে ক্লিক করুন।
** টপ স্লাভ বা ছাদে কি ক্যামিকেল ব্যবহার করবেন?
উত্তর: ভবনের টপ স্লাভ বা ছাদের কংক্রিট রোদ, শিশির, কুয়াশা বা বৃষ্টিতে ভিজে সহজেই ড্যাম্প হয়ে যায় যার কারনে ভবনের টপ স্লাভ বা ছাদের কংক্রিট ওয়াটার প্রুফ বা পানি প্রতিরোধী হওয়া অত্যান্ত জরুরী। সেজন্য ভবনের টপ স্লাভ/ ছাদের কংক্রিট ঢালায়ে অবশ্যই ওয়াটার প্রুফ ক্যামিকেল ব্যবহার করতে হবে।
অনলাইনে ক্যামিকেল কিনতে এখানে ক্লিক করুন।
** প্লাস্টারে কি ক্যামিকেল ব্যবহার করবেন?
উত্তর: ভবনের যে অংশে সবচেয়ে দ্রুত ড্যাম্প ও নোনার আক্রমণ ঘটে সে অংশ হল প্লাস্টার । ড্যাম্পের কারণে প্লাস্টার ও রং অতিদ্রত সময়ে খুলে পড়ে। সেজন্য ভবনের প্লাস্টার করার সময় বাড়তি সতর্কতা নিতে হয়। প্লাস্টার ড্যাম্প ও নোনার আক্রমণ থেকে রক্ষার জন্য ড্যাম্প ও নোনা প্রতিরোধী ওয়াটার প্রুফ ক্যামিকেল ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়।
অনলাইনে ক্যামিকেল কিনতে এখানে ক্লিক করুন।
** ওয়াটার রিডিউসিং এ্যাডমিক্সার কেন ব্যবহার করতে হয়?
উত্তর: সাধারণত ঢালায় কাজে ইট, বালি সিমেন্ট এর মিক্সারে পরিমাণমত পানি প্রয়োগ করতে হয়। তবে এই পানির পরিমাণ বেশি হলে সিমেন্ট এর কার্যকারিতা বা শক্তি কমে যায়। সেজন্য সিমেন্ট এর শক্তি পূর্ণমাত্রায় প্রয়োগ করতে ওয়াটার রিডিউসিং এ্যাডমিক্সার পরিমাণ মত ব্যবহার করতে হয়।
অনলাইনে ক্যামিকেল কিনতে এখানে ক্লিক করুন।
ভালমানের কন্সট্রাকশন ক্যামিকেল – CHEMFIX C30