Saturday , 1 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

নারীর কল্যাণে ‘সাম্যের পথে’র অনন্য উদ্যোগ—কালিহাতীতে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
Btech News
February 1, 2025 1:37 pm

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:

 

টাঙ্গাইলের কালিহাতীতে”এসো পুরুষ এসো নারী, সবাই মিলে মিশে দেশ গড়ি”—এই স্লোগানে অনুপ্রাণিত হয়ে নারীদের পাশে দাঁড়িয়েছে নারীদের সংগঠন ‘সাম্যের পথে’। কনকনে শীতে উষ্ণতার স্পর্শ পৌঁছে দিতে সংগঠনটি আয়োজন করে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।

 

৩১ জানুয়ারি (শুক্রবার) বিকেলে কালিহাতীর বল্লা বাজার পোস্ট অফিস সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয় এই মানবিক আয়োজন। এদিন প্রায় ২০০ জন দুস্থ নারী ও স্কুল-কলেজপড়ুয়া ছাত্রীর হাতে শীতবস্ত্র তুলে দেন, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বেনজির আহমেদ টিটো। তিনি বলেন, একটি সমাজের সার্বিক অগ্রগতির জন্য নারী-পুরুষের সমান অংশগ্রহণ জরুরি। বিশেষ করে নারী শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে আরও বেশি মনোযোগ দেওয়া দরকার। সামাজিক অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ফেসবুকের অপব্যবহার, বাল্যবিবাহ ও ইভটিজিং—এসব বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা,
চিত্রশিল্পী ও সাংবাদিক এলিজা চৌধুরী, যিনি নারীদের অনুপ্রাণিত করতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

 

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মালিহা। সংগঠনের অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং এই মহতী উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 

‘সাম্যের পথে’ শুধু শীতবস্ত্র বিতরণেই সীমাবদ্ধ নয়—নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও সংগঠনটি কাজ করে যাচ্ছে। নারীর অগ্রযাত্রার এই প্রয়াস কেবল একটি উদ্যোগ নয়, বরং একটি বৃহত্তর সামাজিক আন্দোলনের অংশ।

এই আয়োজন প্রমাণ করে, মানবিকতা ও সহযোগিতার মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ‘সাম্যের পথে’ সংগঠনটি নারীদের পাশে দাঁড়িয়ে শুধু সহমর্মিতাই নয়, বরং সমতার বার্তা ছড়িয়ে দিচ্ছে—যার লক্ষ্য একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠন।

নারীর উন্নয়নে এগিয়ে আসুক সবাই—সাম্যের পথে হাঁটুক সমগ্র দেশ!

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত