নাঈমুর রহমান:
পরিবেশবান্ধব যান হিসেবে বাইসাইকেল এর গুরুত্ব ও ব্যবহারে শারীরিক উপকারিতা সম্পর্কে জনসচেতনতা তৈরীর লক্ষে বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণ করছে চট্টগ্রামের দুই যুবক মো: মফিজুর রহমান মাহফুজ ও মো: সানাউল্লাহ সায়ের।
দুজনই চট্টগ্রাম ভিত্তিক সাইকেলিং গ্রুপ “দ্বিচক্রযান” এর সাইকেলিস্ট। গত ২০শে জানুয়ারি ২০২৫ চট্টগ্রাম থেকে বাংলাদেশের ৬৪ জেলা বাইসাইকেলে ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। আজ ১৩ ফেব্রুয়ারি ২০২৫ দুপুরে ৪০তম জেলা মাগুরা ভ্রমণ শেষ করে রাজবাড়ী জেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
সাইকেলিস্ট মফিজুর রহমান মাহফুজ বিটেক নিউজকে বলেন, “সাইকেল চালানোর যে উপকারিতা সেটা প্রচারের পাশাপাশি আমরা প্রতিটা জেলার দর্শনীয় স্থান ও ইতিহাস ঐতিহ্য জানার চেষ্টা করছি। প্রতিটা জেলার মানুষের সাথে মিশে আমরা তাদের পরিবেশ বান্ধব যান সাইকেল ব্যবহারে উদ্বুদ্ধ করছি। “
পরিবেশ বান্ধব যান হিসেবে সাইকেল এর ব্যবহারে উদ্বুদ্ধ করতে পরোবর্তি জেলা গুলোতেও একই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সাইকেলিস্ট মফিজুর রহমান মাহফুজ।