Friday , 21 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কাপাসিয়ায় বসুন্ধরা শুভসংঘের পাঠাগার উদ্বোধন

প্রতিবেদক
Btech News
February 21, 2025 7:00 pm

এ এইচ সবুজ,গাজীপুর:

 

বই পড়ার মধ্য দিয়ে তৈরি হয় আলোকিত মানুষ। আলোকিত মানুষের মাধ্যমে গড়ে ওঠবে আলোকিত দেশ। সবার মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলাসহ আলোকিত মানুষ তৈরি করার লক্ষ্য নিয়ে গাজীপুরের কাপাসিয়ায় বসুন্ধরা শুভসংঘের পাঠাগার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের চর খিরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজস্ব ঘরে শুভ উদ্বোধন করা হয় পাঠাগারটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ্ রিয়াজুল হান্নান।

উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে শাহ্ রিয়াজুল হান্নান বলেন, তোমরা গত ৫ আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে, তোমাদের ভাই বোনের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, যে স্পিরিট এর জন্য যে আদর্শটাকে ধরে রেখে তোমরা এগিয়েছো, গণতন্ত্র ও বৈষম্যবিরোধী একটি সমাজ ব্যবস্থা, সেটা গড়ে তোলবার জন্য এই পাঠাগার বড় ভূমিকা পালন করবে। তোমাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, তোমরা সবাই এখানে আসো, পড়ো ও জ্ঞান অর্জন করো। তোমরা যখন সামনে কর্মজীবনে প্রবেশ করবে, দেখবে এই বই পড়ার অভ্যাস একটি বিরাট ভালো ভূমিকা রেখেছে।

বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তিনি আরো বলেন, আমি শুনেছি, এখানে একটি জলাশয়কে সংস্কার করে পোনা ছাড়া হয়েছে। এছাড়া বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের জন্য নারীদের প্রশিক্ষিত করে তাদের মাঝে সেলাই মেশিন দেওয়া, শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ অনেক ভালো কাজ করছে। এগুলো মহতী উদ্যোগ। আমি বসুন্ধরা শুভসংঘের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

শাহ্ রিয়াজুল হান্নান বলেন, যে পাঠাগার উদ্বোধন হলো, সেটার মাধ্যমে বই পড়ার প্রতি শিক্ষার্থীদের মাঝে ঝোঁক ও আগ্ৰহ সৃষ্টি হবে।

এমন একটি উদ্যোগ গ্রহণের জন্য দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ বসুন্ধরাকে ধন্যবাদ জানিয়ে শাহ রিয়াজুল হান্নান আরো বলেন,এই এলাকার তরুণ প্রজন্ম বই পড়ার মাধ্যমে ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। এমন একটি উদ্যোগের জন্য মানবিক সংগঠন বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ জাকির হোসেন, শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মহসিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোস্তফা কামাল মনির, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ নয়ন, নরসিংদীর মনোহরদী উপজেলা শাখা বসুন্ধরা শুভসংঘ’র সভাপতি ডা. সাইদুর রহমান, বসুন্ধরা শুভসংঘ’র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাহবুবুর রহমান মনির, ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির ফরাজী, এ আর গার্লস হাইস্কুলের শিক্ষক গাজী শরীফ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, গণমাধ্যমকর্মী সাদিক মৃধা, শাহীন আকন্দ, শাহজাহান মোল্লা, ইসমাইল হোসেন খান, মাহমুদুল হাসান, এ এইচ সবুজ প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ’র পরিচালক ও কালের কণ্ঠ’র জ্যেষ্ঠ সহসম্পাদক জাকারিয়া জামান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ’র কেন্দ্রীয় কমিটির সদস্য রানা সরকার।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নওগাঁর সাপাহারে কণ্ঠশিখনের দেয়ালপত্রিকা প্রকাশ

মাগুরায় আলোচিত শিশু আছিয়া মামলার রায় ১৭ মে

কালিহাতীর সিংগাইরে নবনির্মিত কাঁচা রাস্তা কেটে দিল প্রভাবশালীরা, উত্তেজনা চরমে

মাগুরায় জামায়াতে ইসলামীর বিশেষ দাওয়াতী অভিযান অনুষ্ঠিত

কালিহাতীতে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন, দোষীদের বিচার দাবী

বহুল আলোচিত মাগুরার শিশু আছিয়া খাতুন ধর্ষন ও হত্যা মামলার অভিযোগ গঠন!

মাগুরায় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জেলা ছাত্রদলের পরীক্ষাসামগ্রী সংবর্ধনা

মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাগুরায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাংবাদিকদের সাথে মতবিনিময়

মাগুরায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত।