শুভ্র মজুমদার :-
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার। পাঁচজন নিহত ও একজন আহতের পরিবারের হাতে মোট ২৬ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ রোড অথরিটির (বিআরটিএ) উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসক শরীফা হক নিহত ও আহতদের পরিবারের প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, বিআরটিএ টাঙ্গাইলের সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন, মোটরযান পরিদর্শক এনামুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।
সহায়তা পাওয়া ব্যক্তিরা হলেন—রাজিয়া সুলতানা, মো. শফিকুল ইসলাম, মোছা. সাজেদা, মো. হাবিবুর রহমান মিয়া ও সালমা বেগম।
বিআরটিএ সূত্র জানায়, গত বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পাঁচটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও একজন আহত হন। নিহতদের প্রতিটি পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহতের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এ ধরনের সহায়তা নিঃসন্দেহে তাদের পুনর্বাসনে কিছুটা হলেও সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।