শুভ্র মজুমদার,কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি:
কালিহাতী প্রেসক্লাব জবরদখল, কালোবাজারি ও চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা যুবদলের সদস্য মো. রফিকুল ইসলাম রফিককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গত ৩ মার্চ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোল্লা নুরুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় দল নেবে না। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
যুবদল সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গসহ একাধিক গুরুতর অভিযোগ ছিল। বিষয়টি কেন্দ্রীয় কমিটির নজরে এলে তদন্তের পর তাকে অবিলম্বে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুবদলের এই কঠোর সিদ্ধান্ত সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে দলের ভাবমূর্তি রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করবে।