বিশেষ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও অব্যাহত আছে মাগুরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবা। সরজমিনে পরিদর্শন করে দেখা গেছে পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও নিয়মিত রোগীরা সেবা নিতে আসছে মাগুরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। ডাক্তার নার্সরাও নিরবিচ্ছিন্ন ভাবে সেবা নিতে আসা রোগীদের সেবা প্রদান করে যাচ্ছে।
মাগুরা মা ও শিশু কল্যাণ কেন্দ্র গর্ভবতী নারীদের নিয়মিত চেকআপ, নর্মাল ডেলিভারী, সিারিয়ান ডেলিভারী সহ পরিবার পরিকল্পনার নানাবিধ সেবা নিতে নিয়মিত রোগীরা আসছে মাগুরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে।
শুধু মাত্র ঈদের ছূটিতেই মাগুরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারীরর মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন ছয় জন নারী, পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করেছেন তিন জন নারী, ডিএনসি করিয়েছেন পাঁচ জন নারী।
মাগুরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: সুমা সাহা, এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, ইওমি (গাইনি ও অবস্) জানান, পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছূটির মধ্যেও মাগুরা মা ও শিশু কল্যাণ কেন্দ্র নিরবিচ্ছিন্ন ভাবে সকল সেবা প্রদান করে যাচ্ছে। এখানে মা ও শিশুর সকল সেবা বিনামূল্যে প্রদান করা হয়। এমনকি সিজারিয়ান ডেলিভারীও সম্পূর্ণ বিনামূল্যে করা হয়।
তবে সরজমিনে পরিদর্শনে কিছু সমস্যাও দেখা গেছে। বিগত ৮ মাস যাবৎ ঔষুধের সর্বরাহ না থাকায় সেবা নিতে আসা অনেক রোগীকে বাইরে থেকে প্রয়োনীয় ঔষুধ সংগ্রহ করতে হচ্ছে।