মোঃ সাইফুল্লাহ :
মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের একটি রান্নাঘর রাতের আঁধারে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে!। বুধবার ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকদের কাছে এইবার দিয়ে ৩ বার আগুন দিয়ে তার বাড়ির ঘর পোড়ানোর অভিযোগ করেন।
শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জানান, ১৯৯৫ সালে ১১ নং পূর্ব শ্রীকোল মৌজার আরএস ৩২১ নং দাগের ১২ শতক জমির উপর সেমি পাকা দু’টি বসত ঘর ও একটি রান্নাঘর তৈরি করে বসবাস শুরু করেন। কয়েক বছর পর তিনি খামারপাড়া এস আই সিনিয়র মাদ্রাসার পাশে আরেকটি বাড়ি তৈরি করে পরিবার নিয়ে সেখানেই বসবাস করেন। এদিকে পুরাতন বাড়িটিতে ভাড়া দেওয়া ভাড়াটিয়ারা নিরাপত্তাহীনতায় সেখান থেকে চলে যায়। বর্তমানে সেখানে কেউ বসবাস করেন না। আর এই সুযোগে কিছু দুর্বৃত্ত গত ৬ ফেব্রুয়ারি, ২৬ জুন, ও ৫ জুলাই রাতের আঁধারে রাস্তার পাশে থাকা সেমিপাকা রান্না ঘর পুড়িয়ে দেয়। এতে আনুমানিক কয়েক লাখ টাকার ক্ষতি সাধিত হয়। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হন।