শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুখলেসুর রহমান খান ফরিদকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিক্ষুব্ধ জনতা।
শুক্রবার (১১এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তাকে আটক করে স্থানীয় জনতা।
পরে বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিতে শুরু করলে তিনি প্রাণ বাঁচাতে পাশের নুরুল আমিন খান মেডিকেল সেন্টারে আশ্রয় নেন।
এরপর রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর থানা পুলিশ আসলে তাকে বিক্ষুব্ধ জনতা পুলিশের হাতে তুলে দেন।
সদর থানা পুলিশ জানায়; জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলা সহ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট বেশ কয়েকটি মামলা রয়েছে।