নাঈমুর রহমান:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মাগুরা জেলা কৃষক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ জুলাই রোজ শনিবার সকাল ১০ টায় মাগুরা – যশোর হাইওয়ে সংলগ্ন ভিটাসারাস্থ্য ফাতেমা কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. নেওয়াজ হালিমা আরলী, মাগুরা জেলা বিএনপির আহব্বায়ক মো:আলী আহম্মেদ ও সদস্য সচিব মো: আক্তার হোসেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
মতবিনিময় সভার উদ্ভোদন করেন জাতীয়তাবাদী কৃষক দলের৷ কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী মোল্লা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: ওসমান আলী বিশ্বাস।
জেলা কৃষক দলের আহব্বায়ক মো: রুবাইয়াত হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালনা করে জেলা কৃষক দলের সদস্য সচিব মো: জাহাঙ্গীর আলম হীরা।
উক্ত মতবিনিময় সভায় জেলা কৃষক দলের কয়েক হাজার নেতা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।