বিশেষ প্রতিনিধি:
মাগুরার সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়ন চেয়ারম্যানের উদ্যোগে সাধারন মানুষের জন্য চিকিৎসা সেবা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এতে দুই হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে।মঙ্গলবার (১৬ জুলাই) এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় এত সার্বিক সহযোগিতা করেন মা অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্ণধর মো: ফারুক বিশ্বাস।
এসময় ইউপি চেয়ারম্যান মুফতি ওসমান গনি মুছাপুরী বলেন, আমার ইউনিয়নের মানুষের জন্য আমি সর্বদায় কাজ করে যাচ্ছি যাতে আমার ইউনিয় বাসি সুখে শান্তি বসবাস করতে পাবে।আমার ইউনিয়নটা বাংলাদেশের ভিতর মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই।পরিশেষে আমি বলতে চাই আমার ইউনিয়নে যদি কোন মানুষ চিকিসাৎ আভাবে থাকে আমি সর্বদায় তার পাশে থাকবো।
ইউনিয়ন পরিষদে মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের ১৩টি গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে ১০ জন ডাক্তার নিয়োজিত ছিলেন।
বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সেবা এবং ওষুধ পেয়ে খুশি রোগীরা।