মোঃসাইফুল্লাহ:
মাগুরা শ্রীপুরের নাকোল ইউনিয়নে প্রায় দেড় যুগ পর বিএনপি’র ওয়ার্ড কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজ মাঠে ৯টি ওয়ার্ডের বিএনপি তালিকাভুক্ত ভোটারদের উৎসবমুখর পরিবেশে এই দ্বি-বার্ষিক ওয়ার্ড কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় ।
২১ মে বুধবার সকাল ১০ ঘটিকা হতে দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীন ভাবে ব্যালট পেপারের মাধ্যমে এই ভোট গ্রহন চলে।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অনুষ্ঠানে মাগুরা জেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা (টিম প্রধান) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক আলী আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলমগীর হেসেন, শ্রীপুর উপজেলা বিএনপি-র সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, মুন্সি রেজাউল ইসলামসহ জেলা- উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।
ভোট শেষে সকল প্রার্থীর এজেন্ট ও বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে ভোট গননা করে বিকেলে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিতদের বিজয়ী ঘোষনা করা হয়।