মােঃ সাইফুল্লাহ:
“শিশু থেকে প্রবীণ’ পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় নানা আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে বুধবার সকালের্্যলি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সিভিল সার্জন ডাক্তার মোঃ শামীম কবিরের সভাপতিত্বে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ওহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা।
৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহে মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথম দিন উদ্বোধন ছাড়াও দ্বিতীয় দিনে পুষ্টি খাতে বাংলাদেশ সরকারের সাফল্য ও চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় নির্ধারণ ও শিশু পুষ্টি, তৃতীয় দিন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টিবার্তা প্রচার ও পুষ্টিকর খাবার বিতরণ, চতুর্থ দিন মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও কৈশোরকালীন পুষ্টি, পঞ্চম দিন মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাবার, ষষ্ঠ দিন প্রবীণ পুষ্টির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা, চিকিৎসক ও পুষ্টিবিদরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে ।