শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এসময় ইয়াবা ব্যবসার অভিযোগে বাবা-ছেলেসহ দুইজনকে আটক করা হয়।
গত রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চর হামজানি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। চব্বিশ বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন নাজমুছ সাকিবের নেতৃত্বে কালিহাতী আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর একটি বিশেষ দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত খাদিমুল (৬৫)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ২,৩২,১১০ টাকা উদ্ধার করা হয়। এ সময় খাদিমুল (৬৫) ও তার ছেলে শাহ আলী (৩৫)-কে আটক করা হয়।
আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।