মোঃ সাইফুল্লাহ:
মাগুরায় আদর্শ গ্রাম উন্নয়ন কর্মসূচীর আওতায় আলী আফজাল ফাউন্ডেশনের উদ্যোগে সদরের পারপলিতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মঙ্গলবার বিকেলে ৩১০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
পারপলিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী কৃষিবিদ গ্রুপের ব্যবপস্থাপনা পরিচালক ড. মো: আলী আফজাল। বক্তব্য রাখেন ঢাকাস্থ মাগুরা ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন রাজু ,কৃষিবিদ গ্রুপের পরিচালক গাজী শাহেদ ও মহম্মদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক তৌফিক কালামসহ অন্যরা। অনুষ্ঠানে পারপলিতা গ্রামের ৩১০ জন প্রান্তিক কৃষকদের মাঝে ১২শ’৪০টি ফলজ চারা ও ১৮শ’৬০ প্যাকেট সবজি বীজ বিতরণ করা হয়। কৃষি বিজ্ঞানী ড.মো: আলী আফজাল বলেন,আমাদের দেশ কৃষি নির্ভর দেশ। এদেশের কৃষকদের উন্নয়নে সরকার নানামুখী কর্মসূচী নিয়ে তা বাস্তবায়ন করে যাচ্ছে। বাজেটে কৃষকদের উন্নয়নে বরাদ্দ থাকলেও তা গ্রামের প্রান্তিক কুষকরা সঠিকভাবে পাচ্ছে না। তাই আমি নিজ উদ্যোগে আমার প্রতিষ্টান থেকে কৃষকদের উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছি। দেশের কৃষক বাঁচলে ,বাংলাদেশ বাচঁবে। আজ কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা দেওয়া হলো। ভবিষ্যতে কৃষকদের উন্নয়নে আরো অনেক কিছু দিবো ইনশাআল্লাহ ।