মােঃ সাইফুল্লাহ:
মাগুরায় প্রেস কাউন্সিলের উদ্যোগে উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে গণমাধ্যমের অপসংবাদিকতা প্রতিরোধ এবং বস্তনিষ্ঠা সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সার্কিট হাউজের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলর চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস কাউন্সিল সচিব মোঃ আব্দুস সবুর, পুলিশ সুপার মিনা মাহমুদা। জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
এসময় আলোচকণ গণমাধ্যমের অপসংবাদিকতা প্রতিরোধ এবং বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে বক্তব্য রাখেন ।
কর্মশালা শেষ সাংবাদিকদের সার্টিফিকেট প্রদান করা হয়