মোঃ সাইফুল্লাহ:
জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা রাষ্ট্রকেই দিতে হবে
এই প্রতিপাদ্য নিয়ে মব সন্ত্রাস ও নারী ধর্ষণ-নির্যাতন বন্ধসহ দোষিদের দ্রুত বিচারের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ হয়েছে।
আজ রবিবার বেলা ১১টায় শহরের চৌরঙ্গী মোড়ে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণকমিটির সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু, সদস্য কাজী জান্নাতুন নূর ও বাসারুল হায়দার বাচ্চুসহ অন্যরা।
বক্তারা মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যাবসায়ী সোহাগকে
নৃশংসভাবে হত্যা, মসজিদের ইমামকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, গত ছয় মাসে ৪৮১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, আর ৩২০ জন নারীকে হত্যা করা হয়েছে। এছাড়া গত দশ মাসে মব সৃষ্টি করে হুজুগ তুলে ১৭২ জন মানুষকে হত্যা করা হয়েছে, যা পত্র পত্রিকায় এসেছে।
সরকার এসকল ঘটনায় কোন তড়িৎ আইনি পদক্ষেপ তো নিচ্ছেই না বরং মবকে নরমালাইজ করে প্রেশার গ্রুপ বলে আখ্যা দিচ্ছে। যার ফলে এ ধরনের নির্মম ঘটনা নানাভাবে জাস্টিফাই হচ্ছে এবং মব উৎসাহিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় এখন নানা রকম ভয়াবহ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। সমাবেশ থেকে দ্রুততম সময়ে খুনীদের গ্রেফতার করে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিচার নিশ্চিতের দাবি জানান।