মোঃ সাইফুল্লাহ:
মাগুরায় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন ও জুলাই- আগষ্টের গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে মৌন মিছিল ও দোয়া মাহফিল শুক্রবার বেলা ১১টায় শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের গেট থেকে জেলা বি এন পি’র আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট আব্দুর রশিদ, জোয়ার্দার আশরাফুল আলম, বদরুল আলম হিরো, আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিমসহ উপজেলা বি এন পি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের নেতৃত্বে মৌন মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল যোগদান করেন।
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও খামারপাড়া এস আই সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ হাবিবুর রহমান পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বি এন পি’র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বি এন পি’র আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিনের সঞ্চালনায়- দোয়া পরিচালনার পূর্বে বক্তব্য রাখেন জেলা আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোট আব্দুর রশিদ, জেলা আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বি এন পি’র সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম ও বদরুল আলম হিরো, জেলা আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বি এন পি,র সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম।