শাহীন আলম তুহিন :
শালিখা আড়পাড়া কাঁচা বাজারে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর কতুক বাস্তবায়নাধীন “আড়পাড়া মার্কেট ভবন নির্মাণ” প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার মাধ্যমে
ব্যবসায়ীদের ভোগান্তি দূরীকরণ ও আড়পাড়া বাজারে অবৈধ ভাবে দখলকৃত দোকান(ট-দোকান)উচ্ছেদকরণ ও সঠিক পরিকল্পনা মাধ্যমে বাজার ব্যবস্থাপনা উন্নয়নের স্বার্থে মানববন্ধন করেছে আড়পাড়া বাজার বনিক সমিতি ।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় মাগুরা-যশোর সড়কে আড়পাড়া বাজারে এ মানবন্ধনের আয়োজন করা হয় ।
মানববন্ধনে বক্তব্য রাখেন আড়পাড়া বাজার বনিক সমিতির সভাপতি সুবাস রায়,সাধারণ সম্পাদক সেলিম মোল্যা,সহ-সভাপতি আল মোর্তজা,প্রচার সম্পাদক মাজেদুল ইসলাম ও
শহিদুজ্জামান প্রমুখ ।
সমাবেশে বক্তারা বলেন,আড়পাড়া বাজার অতি প্রাচীন । এ বাজারে দেড় একর জমিতে অবৈধ ভাবে দখলকৃত দোকান রয়েছে অনেক ।
তাদের জন্য আমরা ভােেলা ব্যবস্যা পরিচালনা করতে
পারছি না । এ অবৈধ দখলদারদের বিষয়ে প্রশাসনকে বার বার তাগিদ দেয়া সত্তে¡ও কোন কাজ হচ্ছে না আমরা চাই বাজারের সুষ্টু ব্যবস্থাপনা । তাই আমরা প্রশাসনের প্রতি সদয় দৃষ্টি দিয়ে বলছি অবিলম্বে এ অবৈধ দখলদার দোকানদারদের প্রয়োজনীয় নোটিশ দিয়ে তাদের উচ্ছেদ করা হোক । মানববন্ধনে আড়পাড়া বনিক সমিতির শতাধিক সদস্য অংশ নেয় ।