মোঃ সাইফুল্লাহ :
মাগুরায় ২০২৪-২০২৫ অর্থ বছরে তুলার সাথে সবজি, মসলা, ডাল ও অন্যান্য ফসলের চাষ কর্মসূচীর অর্থায়নে শনিবার দুপুরে মাগুরা শ্রীপুরের খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড ঝিনাইদহ জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড, আব্দুস সালামের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লেখিত কর্মসূচীর প্রকল্প পরিচালক মাহামুদুল হাসান।
শ্রীপুর অঞ্চলের কটন ইউনিট অফিসার চামেলি খাতুনের সার্বিক পরিচালনায় প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের কটন ইউনিট অফিসার স্বপন কুমার রায়,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শিকদার মন্জুরুল আলম,জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ ও খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ।
দিনব্যাপী এ কৃষক প্রশিক্ষণে শ্রীপুর অঞ্চলের ২৫জন কৃষক অংশ গ্রহন করেন বলে জানা গেছে ।