মোঃ সাইফুল্লাহ :
মাগুরা শ্রীপুরের কেন্দ্রীয় জামে মসজিদে সোমবার রাতে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ শওকত হোসেন এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা আশরাফ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মাওলানা মোঃ ইনছান আলী ও হাফেজ মাওলানা ওয়াসিকুর রহমান।
উক্ত মসজিদের প্রধান খতিব হাফেজ মাওলানা ফয়সাল আলমের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মঈদুল ইসলাম, জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, সাংবাদিক এম আর জিন্নাহ, খলিফা আবুল হোসেন মন্নু, মোঃ মনিরুল ইসলাম মিন্টুসহ আরো অনেকে।
সিরাত মাহফিলে এলাকার বিভিন্ন মসজিদের ঈমাম -মুয়াজ্জিন, বিশিষ্ট ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদসহ বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।