মোঃ সাইফুল্লাহ :
মাগুরায় বাংলাদেশ মাজলিসুল মুফাসসীরিনের জেলা সম্মেলন সোমবার বিকেলে মাগুরা আল আমিন ট্রাস্টের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাফেজ মাওলানা লিয়াকত আলী খাঁন সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য সাবেক ছাত্র নেতা এম বি বাকের। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাহবুবুর রহমান সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, মাওলানা মারুফ কারখী, মাওলানা এফ এম জাহাঙ্গীর আলম, পীরজাদা মাওলানা মোস্তফা কামাল, হাফেজ মাওলানা বি এম সেলিম হুসাইন, মাওলানা আব্দুর রশিদ বুলবুলি,মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদিসহ অন্যরা।
সম্মেলনে আগামী ২ বছরের জন্য মাওলানা এফ এম জাহাঙ্গীর আলমকে সভাপতি ও হাফেজ মাওলানা সেলিম হুসাইনকে সেক্রেটারী কর ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।