মোঃ সাইফুল্লাহ :
মানবতার কল্যাণের জন্য শিল্প ও বানিজ্য এ শ্লোগান নিয়ে মাগুরার শ্রীপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বরিশাট মদিনা স্যানেটারীর কারখানা চত্বরে এ ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়।
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক মোল্লা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদপূর্নমিলনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টেস এ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাগুরা জেলার পরিচালক মহম্মদপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আশরাফ হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি রিকশা-ভ্যান শ্রমিক ঐক্য পরিষদ মাগুরা জেলা সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, আই বিও ফাউন্ডেশনের মাগুরা জেলা সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ আলতাফ হোসেন। দারুস কুরআন পেশ করেন মাওলানা আব্দুল গাফফার, বক্তব্য রাখেন মাওলানা মোঃ ইনছান আলী,মোঃ বাবর আলীসহ অন্যরা। এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইলিয়াসুজ্জামান,মোঃ মুক্তার হুসাইন,মোঃ হামিদুল ইসলামমোঃ আকরাম হোসেন, মোঃ শাজাহান আলী, মোঃ রোকনুজ্জান মিয়া,মোঃ নাসিরুল ইসলাম ডাঃ মোঃ ওমর ফারুক, মোঃ আলী মোর্তুজা, মোঃ রাশেদ মোল্লা,মোঃ তরিকুল ইসলাম তারেকসহ আরো অনেকে।
মদিনা স্যানেটারীর মালিক মোঃ শাজাহান আলীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অর্ধশতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।