ইউরো চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের দুটি ম্যাচ খেলা হয়ে গেছে; কিন্তু দলের অধিনায়ক কিলিয়ান এমবাপের পায়ের যাদু এখনো ভালোভাবে দেখা হয়নি ভক্ত-সমর্থকদের। হবে কি করে? এমবাপেতো খেলারই সুযোগ পেলেন না। অস্ট্রিয়ার বিপক্ষে নাক ভেঙ্গে হাসপাতাল ঘুরে এসেছেন, ঝুঁকি নিতে চাননি বলে কোচ দেশম এমবাপেকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে।
এমবাপে ভক্তদের জন্য সুখবর, তিনি মাঠে ফিরেছেন। শনিবার দলের ক্লোজডোর অনুশীলনে ৬০ মিনিট খেলেছেন। ওই ৬০ মিনিটে দুটি গোলও করেছেন এবং দুটি গোলে সহায়তা করেছেন।