শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত “জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত ৪ নভেম্বর (সোমবার) দুপুড়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি সংশ্লিষ্ট কর্মী, এলাকার অসংখ্য কৃষক, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
ইঁদুরের আক্রমণে প্রতিবছর দেশের কৃষি ফসলের উপর বড় ধরনের ক্ষতি সাধিত হয়। ফসলের ক্ষয়ক্ষতি রোধ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান হাতে নেয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে ইঁদুরের প্রভাব হ্রাস করে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের ফসলের সুরক্ষা প্রদান করাই এই অভিযানের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত উপ-কৃষি কর্মকর্তারা জানান, “ইঁদুর নিধন অভিযানের মাধ্যমে আমরা ফসলের ক্ষতি হ্রাস করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এই ধরনের কার্যক্রম শুধু ফসল সুরক্ষাই নয়, বরং কৃষকদের আয় বৃদ্ধিতেও সহায়ক হবে।”
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত কৃষকরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, “ইঁদুর আমাদের ফসলের জন্য বড় ধরনের বাধা সৃষ্টি করে, তাই এই অভিযান আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।”
উল্লেখ্য, এই ইঁদুর নিধন অভিযান কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।