শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের পূর্বাসিন্দা কুরাটা গ্রামের শফিকুল ইসলাম, যিনি স্থানীয়ভাবে শফি নামে পরিচিত, দেশীয় হাঁস-মুরগী ও কবুতর পালনের মাধ্যমে নিজের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শফির বাড়িতে রয়েছে ১৫০টি হাঁস, ৪০০টি দেশীয় মোরগ-মুরগী, ২০০টি কবুতর এবং ৭টি গরু। এগুলোর যত্ন ও পরিচর্যা করে তিনি এখন অর্থনৈতিকভাবে সচ্ছল এবং সাবলম্বী হয়েছেন।
শফিকুল ইসলাম জানান, তিনি একাই এই উদ্যোগ শুরু করেন। প্রাথমিকভাবে অল্প কিছু দেশীয় হাঁস-মুরগী ও কবুতর নিয়ে কাজ শুরু করেছিলেন। বর্তমানে হাঁস- মুরগী, কবুতর কেনা বেঁচার পাশাপাশি প্রতিদিন ১০০টি হাঁসের ডিম ও ১০০টি মুরগীর ডিম সংগ্রহ করে ৭০ টাকা হালি দরে বিক্রি করেন। এ থেকেই তার পরিবারের জন্য একটি নির্ভরযোগ্য আয়ের উৎস গড়ে উঠেছে।
তিনি আরো বলেন, সরকারি সহযোগিতা পেলে আমি এই উদ্যোগকে আরও বড় পরিসরে নিয়ে যেতে পারতাম এবং এ কাজে যারা আগ্রহী, তাদেরকেও প্রশিক্ষণ দিতে পারতাম, যাতে তারা দেশের মাটিতে থেকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।