বিশেষ প্রতিনিধি:
মাগুরায় ২৬ ফেব্রুয়ারি ২০২৫ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক মাগুরা পুরাতন কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
বেলা ১১টা থেকে ২.৩০ পর্যন্ত পরিচালিত অভিযানে তেল, ডাল,ছোলা,মুরগী, মাংস, মাছ সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান, মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এসময় মেসার্স সৃষ্টি এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে তদারকিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা সংরক্ষণ না রাখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সমরেশ বিশ্বাস কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় সতর্কতামুলক ৫,০০০/- টাকা, মেসার্স ভাই ভাই স্টোরের মালিক গৌউর কুমার সাহাকে বিভিন্ন মূল্য তালিকা না থাকায়
নিত্যপ্রয়োজনীয় মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ে অপরাধে প্রতিষ্ঠানটির পণ্যের মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ৩৭, ৩৮ ও ৫১ ধারায় ৩,০০০০/- টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
পরবর্তীতে বিভিন্ন দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা টানানোর আহ্বান জানান সবাইকে।
এ যৌথ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদ হাসান প্রত্যয়, ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরসহ জেলা মৎস্য অফিসের কর্মকর্তাসহ মাগুরা জেলা পুলিশের একটি টিম।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান কতৃপক্ষ।