Saturday , 23 November 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে অবৈধভাবে রাস্তা দখলের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

প্রতিবেদক
Btech News
November 23, 2024 7:24 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা এলাকার সিংগাইর মুনসুর আহমেদের বাড়ি থেকে আঃ সামাদ মাস্টারের পুকুরপাড় পর্যন্ত রাস্তা, যা বল্লা যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ পথ, অবৈধভাবে দখল করে রাখার অভিযোগ উঠেছে। এ রাস্তা ছয়-সাতটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা হলেও ওই এলাকার মৃত নওশের আলীর ছেলে জামাল এটি দখল করে রেখেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, জামাল ওই রাস্তার একটি বড় অংশ নিজের সম্পত্তি বলে দাবি করে দখলে রেখেছেন। এতে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার মানুষের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা এবং বাজারে যাতায়াতকারী সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

এক গ্রামবাসী বলেন, “জামাল রাস্তা দখল করে চলাচলে বাধা সৃষ্টি করছেন। প্রতিবাদ করলেই মামলা বা হুমকির মুখে পড়তে হয়। আমরা অনেকবার প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো সমাধান পাইনি।”

উপজেলার ৯নং বল্লা ইউনিয়ন পরিষদের অর্থায়নে সিংগাইর মুনসুর আহমেদের বাড়ি থেকে আঃ সামাদ মাস্টারের পুকুরপাড় পর্যন্ত ইট সলিং রাস্তার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। ২০২৩-২০২৪ অর্থবছরের আওতায় ১,৫০,০০০ টাকা ব্যয়ে এ প্রকল্পটি ২০২৪-২০২৫ এ বাস্তবায়িত হওয়ার কথা থাকলেও জামাল তা উপেক্ষা করে রাস্তা দখল করে বাধা সৃষ্টি করে আসছে।

দীর্ঘদিন ধরে প্রতিকার না পেয়ে ২৩ নভেম্বর দুপুড়ে এলাকাবাসী একত্রিত হয়ে রাস্তা দখলের প্রতিবাদে বিক্ষোভ করেন। তারা অবিলম্বে রাস্তা দখলমুক্ত করার দাবি জানান।

স্থানীয় মেম্বার হাবিবুর রহমান বলেন, “আমরা তাকে বারবার অনুরোধ করেছি, কিন্তু তিনি কোনো কথাই শোনেননি। বাধ্য হয়ে এলাকাবাসী প্রতিবাদে নেমেছেন। আমরা আশা করি, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।”

এলাকাবাসীর পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। গ্রামবাসী এ সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

অভিযুক্ত জামালের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাকে বাড়িতে পাওয়া যায়নি।

এলাকাবাসী আশাবাদী, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে রাস্তাটি দখলমুক্ত করবে। তাদের মতে, এটি শুধু একটি রাস্তা নয়, বরং ছয়-সাতটি গ্রামের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ। তারা চান, এ সমস্যা দ্রুত সমাধান করে যাতায়াত নির্বিঘ্ন করা হোক।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিহাতীতে বিএনপির বল্লা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের অফিস উদ্বোধন

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

কালিহাতীতে ব্যবসায়িক উন্নয়নে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

মাগুরায় বিয়ে পড়ানোর কথা বলে কাজিকে ডেকে হাতুড়িপেটা! ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি 

১৫ বছর পর দেশে ফিরে পারিবারিক দ্বন্দ্বে প্রাণ গেলো প্রবাসীর

মাগুরায় ভোক্তা অধিকার এর অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা।

মাগুরায় জিটুপি পদ্ধতিতেভাতা প্রদান বিষয়ে সেমিনার

নওগাঁয় পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নিতে স্বাক্ষর জাল, দুদকে অভিযোগ

মাগুরায় বিএনপির সদস্য নবায়নের আবেদন ফরম বিতরণ