Saturday , 30 November 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা শিশুদের আত্মবিশ্বাস গঠনের নতুন দিগন্ত

প্রতিবেদক
naimur24
November 30, 2024 4:05 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শাজাহান সিরাজ কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হলো ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা—একটি সুষ্ঠু, উৎসাহব্যঞ্জক এবং ইতিবাচক উদ্যোগ। ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই পরীক্ষায় প্লে থেকে পঞ্চম শ্রেণির ৪৮৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা এলাকাজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উদ্দীপনার সঞ্চার ঘটায়।

এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫০১ জন, যাদের মধ্যে ১২ জন অনুপস্থিত ছিলেন। কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অধ্যাপক ফরিদা ইয়াসমিন এবং কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন অধ্যাপক আ ন ম শাফিউল্লাহ।

২০০৯ সালে যাত্রা শুরু করা ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা এখন টাঙ্গাইলের শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নাম। শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষাভীতি দূর করা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির উদ্দেশ্যে চালু হওয়া এই পরীক্ষা কালিহাতী ছাড়াও টাঙ্গাইল সদর, দেলদুয়ার, লাউহাটি এবং এলেঙ্গা ও ভুক্তা কেন্দ্রসহ ছয়টি স্থানে একযোগে অনুষ্ঠিত হয়।

সাপ্তাহিক ইনতিজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যাপক এ.বি.এম. আব্দুল হাই-এর উদ্যোগে আয়োজিত এই পরীক্ষাটি শিশুদের ইতিবাচক মানসিক বিকাশে অসামান্য ভূমিকা রাখছে। পরীক্ষার সময় অভিভাবকরা কলেজ মাঠে অপেক্ষা করে সন্তানদের সফলতার জন্য প্রার্থনা করেন। তাদের এই উপস্থিতি শিশুদের মানসিকভাবে আরও শক্তিশালী করে এবং পরীক্ষার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করে।

ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা শুধু একটি পরীক্ষামূলক কার্যক্রম নয়; এটি শিশুদের আত্মবিশ্বাস ও মানসিক বিকাশের পথে একটি যুগান্তকারী পদক্ষেপ। শিশুদের ভবিষ্যৎ গঠনে এ ধরনের উদ্যোগ শিক্ষাক্ষেত্রে একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত