শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় টাঙ্গাইলের কালিহাতীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস।
শনিবার (২৪ মে) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টাঙ্গাইল খামারবাড়ীর উপ-পরিচালক মোঃ আশেক পারভেজ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন। সঞ্চালকের দায়িত্বে ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুন নাঈম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার দুলাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা শহিদুল ইসলাম এবং উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রবিউল আলম।
কংগ্রেসে পুষ্টি, টেকসই কৃষি, উদ্যোক্তা উন্নয়ন এবং গ্রামীণ এলাকার আর্থ-সামাজিক অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস, স্থানীয় কৃষক প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংগঠনের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।