শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধল্লাই মোড় সংলগ্ন একটি সরু সড়কের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ জুন) সকালে পথচারীরা রাস্তার ধারে পড়ে থাকা একটি লাশ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কালিহাতী থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট এড়াতে অনেক যাত্রী বিকল্প পথ হিসেবে গোড়াই-সখিপুর-কালিহাতী সড়ক দিয়ে উত্তরবঙ্গমুখী যাত্রা করছেন। এ পথেই ধল্লাই মোড় এলাকায় পড়ে থাকা মরদেহটি প্রথম নজরে আসে।
পুলিশ জানায়, মরদেহের পাশে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া যায়, যার মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত যুবকের নাম রানা ইসলাম (২৬), বাড়ি পাবনা জেলার চাটমোহর উপজেলার কয়ড়াপাড়া গ্রামে। তিনি মোতালেব নামের এক ব্যক্তির পুত্র।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রানা চলন্ত গাড়ির ছাদে ছিলেন এবং অসতর্কতাবশত পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাটি নিয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।