শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধিতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং আটটি বণিক সমিতির যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় কালিহাতী বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ বাজার ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া। বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল।
সভায় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ এবং উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
কালিহাতী মার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, সাবেক কমিশনার মোহাম্মদ আলীসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন সমিতির সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ ব্যবসায়ীদের মধ্যে ঐক্য স্থাপন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় আরও সুদৃঢ় করবে।