শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীর বিল ও জলাশয়ে ফুটে থাকা লাল শাপলার অপরূপ সৌন্দর্য প্রকৃতির এক অমূল্য উপহার হিসেবে আমাদের সামনে ধরা দিয়েছে। বর্ষাকাল এবং শরৎকালে এ বিলগুলোতে প্রস্ফুটিত লাল শাপলার মনোমুগ্ধকর দৃশ্য ভ্রমণপিপাসু মানুষের মনে প্রশান্তি এবং আনন্দের সঞ্চার করে। বাংলাদেশের জলজ জীববৈচিত্র্যের অংশ এই লাল শাপলা বিভিন্ন রঙের বাহারে সুশোভিত হয়ে প্রকৃতিতে এক অনন্য দৃশ্যপট সৃষ্টি করে। বিশেষত লাল শাপলার উজ্জ্বল রঙ এবং মোহনীয় সুবাস স্থানীয় এবং দূর-দূরান্তের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
বিলের চারপাশে বিচরণরত পাখি ও পতঙ্গের মৃদু নৃত্য, আর পানির বুকে ভেসে থাকা লাল শাপলার সুরম্য সৌন্দর্য প্রকৃতিতে এক আলাদা আবেশ ছড়িয়ে দেয়। প্রতিটি লাল শাপলা যেন প্রকৃতির এক স্বতন্ত্র কবিতা, যার মুগ্ধকর সৌন্দর্য প্রত্যক্ষ দর্শকের হৃদয়ে গভীরভাবে দাগ কাটে।
তবে এই অপার সৌন্দর্যের আধার এখন নানা বিপদের সম্মুখীন। পরিবেশ দূষণ, অবৈধ দখল, জলবায়ুর পরিবর্তন এবং অপরিকল্পিত কৃষি কার্যক্রমের কারণে বিলগুলোতে লাল শাপলার বিস্তার ক্রমশ সংকুচিত হচ্ছে। এই অমূল্য প্রাকৃতিক সম্পদকে টিকিয়ে রাখতে স্থানীয় প্রশাসন এবং পরিবেশ সংস্থাগুলো নানা পদক্ষেপ গ্রহণ করছে। বিল-হাওর সংরক্ষণ, অবৈধ দখলমুক্তকরণ এবং পরিবেশ রক্ষার জন্য সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশবিদদের মতে, সঠিক পদক্ষেপের মাধ্যমে এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা সম্ভব। স্থানীয় জনগণ এবং পর্যটকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিলের পরিবেশকে সুস্থ রাখার পাশাপাশি লাল শাপলার বংশবৃদ্ধি নিশ্চিত করা হবে। তাই, এই স্বর্গীয় প্রাকৃতিক দৃশ্যকে সুরক্ষার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, যাতে প্রজন্ম থেকে প্রজন্ম এই সৌন্দর্য উপভোগ করতে পারে।