বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেল মাগুরার কৃতি সন্তান রুবাইয়াত হোসেন খান। তিনি একই সাথে মাগুরা জেলা কৃষক দলের আহব্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ ৪ঠা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সাংগঠনিক কাজ গতিশীল করতে এ সিদ্ধান্ত নেন।
নতুন দায়িত্ব সম্পর্কে রুবাইয়াত হোসেন খান বিটেক নিউজকে বলেন, ” আমাকে যোগ্য মনে করায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ খুলনা বিভাগের ১০ টি জেলা ও একটি মহানগর কমিটিকে আরও বেশি গতিশীল করে কষৃকদলের খুলনা বিভাগ ইউনিটকে সর্বোচ্চ গতিশীল ও কার্যকর সংগঠনে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
সাবেক ছাত্রনেতা ও ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক রুবাইয়াত হোসেন খান এর বাড়ি মাগুরা পৌরসভার আবালপুর গ্রামে।