মাহবুব সৈয়দ,নরসিংদী প্রতিনিধি:-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আব্দুল মঈন খানের পক্ষ থেকে নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন মন্ডবে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ প্রধান করেন-সাবেক ছাএনেতা-মকবুল হোসেন রতন।
জানা যায়,সময় স্বল্পতার কারণে যে সকল মন্দির গুলোতে ড. আব্দুল মঈন খান যেতে পারেন নাই সেই মন্ডব গুলিতে উনার শুভেচ্ছা পৌঁছে দেয়া এবং নগদ অনুদান নিয়ে মকবুল হোসেন রতনসহ বিএনপি,ছাএদল ও যুবদলের নেতা-কর্মীরা শুভেচ্ছা বিনিময় করেন।
বৃহস্পতিবার রাতে ঘোড়াশাল পৌরসভার কুমারটেক,পূর্ব ঘোড়াশাল, রাজাব, ভাগদী ,লেবুপাড়া ও পাইকসাসহ বিভিন্ন মন্ডবে ড.মঈন খানের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ উপহার দেয়া হয়।
এসময় মকবুল হোসেন রতন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,আশ্বস্ত করেছি ড.আব্দুল মঈন খাঁনের চোখে কেউ আলাদা নয়। আমরা ঘোড়াশাল-পলাশবাসী সকলেই ড.মঈন খান কে বিগত দিনে এমপি থাকা অবস্থায় দেখেছি কোন সনাতন ধর্মাবলম্বীদের কোন সমস্যা হয় নাই।ইনশাআল্লাহ্ ভবিষ্যতেও হবেনা।আমরা আগামীতে আবারো ড.আব্দুল মঈন খাঁনকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য বদ্ধপরিকর।