শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)-এর টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির আয়োজনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে (শুক্রবার) সকাল ১১টায় কালিহাতী উপজেলার বেতডোবায় আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ৪১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার শের শাহ আলী।
বক্তব্য রাখেন কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম খোকন। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক কৃষিবিদ অজিহুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল খান, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ, ইঞ্জিনিয়ার সঞ্জিত সাহা ও ইঞ্জিনিয়ার সুজন পাল প্রমুখ।
জেটেব কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল আলম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ.বি.এম. রুহুল আমিন আকন্দের যৌথ স্বাক্ষরে এই কমিটি ১৯ মে ২০২৫ তারিখে অনুমোদিত হয়। নবগঠিত কমিটির কার্যকাল নির্ধারণ করা হয়েছে ৯০ দিন, যার মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, টাঙ্গাইল জেলার টেক্সটাইল প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে সক্রিয় করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও বলেন, দেশের শিল্পায়ন ও অর্থনীতিতে টেক্সটাইল প্রকৌশলীদের অবদান অপরিসীম।
নবনির্বাচিত কমিটির ঘোষণাকে কেন্দ্র করে জেলা ও কেন্দ্রীয় জেটেব নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আশাবাদ লক্ষ্য করা গেছে।