শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নব-জাগরণ আদর্শ যুব সংঘ ক্লাব। এ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ।
১৩ জুন (শুক্রবার)সন্ধ্যায় চাটিপাড়া গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সুধীর চন্দ্র পাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের নির্বাচিত সভাপতি মোঃ মিনহাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন প্রমূখ।
অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। শেষে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়, যা উপস্থিত যুব সমাজের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি করে।
নবঘোষিত কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি মোঃ মিনহাজ উদ্দিন এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ সোহেল রানা ও আনন্দ চন্দ্র দাস। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ শরিফুল ইসলাম। তাঁর সহকারী হিসেবে আছেন মোঃ উজ্জ্বল হোসেন ও সুমন চন্দ্র সেন। সাংগঠনিক দায়িত্বে আছেন তুষার চন্দ্র পাল, যার সহকারী হিসেবে কাজ করবেন সঞ্জয় নাগ।
আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন রিপন মিয়া এবং সহকারী মিলন তালুকদার। ক্রীড়া সম্পাদক হিসেবে আছেন শুভ চন্দ্র পাল এবং তাঁর সহকারী নয়ন চন্দ্র দাস। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন রিপন হোসেন এবং সহকারী হিসেবে আছেন সজল কুমার দে।
দপ্তর পরিচালনায় দায়িত্ব পেয়েছেন তোফাজ্জল হোসেন ও তাঁর সহকারী আকাশ চন্দ্র পাল। প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন মোঃ আরিফ হোসেন এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে আছেন ইমরান হোসেন।
এ ছাড়াও সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম, আব্বাছ উদ্দিন, সাইফুল ইসলাম ও তালুকদার হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সংগঠনটি যুব সমাজকে ঐক্যবদ্ধ করে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন নেতৃত্বের প্রতি সকলেই আস্থা ও শুভকামনা প্রকাশ করেন।