নাঈমুর রহমান:
মাগুরা জেলা কল্যাণ সমিতি খুলনার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন মাগুরার “গন মানুষের নেতা ” খ্যাত বিএনপি নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খান। আজ ১৭ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার সকাল ১১ টায় খুলনা শহরের হোটেল টাইগার গার্ডেনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলে, “ আমি মাগুরা বাসীর সাথে সব সময় আছি। যেকান ধরনের সমস্যায় হোক না কেন ? সেটা মাগুরা, খুলনা বা ঢাকা যেখানেই হোক আমি মাগুরা বাসির কল্যানে সব সময় আছি।”
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের খুলনা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষক দলের আহব্বায়ক মো: রুবাইয়্যাত হোসেন খান ও মাগুরা জেলা বিএনপির সাবেক যুগ্ন আহব্বায়ক ব্যারিষ্টার মিথুন রায় চৌধুরী।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা কল্যাণ সমিতি, খুলনার আহব্বায়ক আবু দারদা আরিফ বিল্লাহ এবং সঞ্চালনা করেন মাগুরা জেলা কল্যাণ সমিতি খুলনার যুগ্ন আহব্বায়ক এ্যাড. মো: জিনারুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে মাগুরা জেলা কল্যাণ সমিতি, খুলনার যুগ্ন আহব্বায়ক আব্দুল হায় মোল্লা।
উক্ত মতবিনিময় সভায় মাগুরা জেলা কল্যাণ সমিতি খুলনার অন্যান্য নেতৃবৃন্দ।