মোঃ সাইফুল্লাহ:
মাগুরা শ্রীপুরের কাদিপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেন্টার পরিচালনা কমিটির দায়িত্বশীল সমাবেশ মঙ্গলবার বিকেলে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আমীর মোঃ রিয়াদ হোসেন নাসিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মুরাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক, মাগুরা-১ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মোঃ খাইরুল ইসলাম। শ্রীপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফখরুদ্দিন মিজান। নায়েবে আমীর কাজী আবদুল আওয়াল সবুর, উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারী মোঃ ইলিয়াছুজ্জামান। উপজেলা জামায়াতের অমুসলিম শাখার সভাপতি শ্রী ভানু কুমার রাহুত। শ্রীপুর উপজেলা রিকশা ভ্যান ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ শাজাহান আলী মোল্লা, বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ হামিদুল ইসলামসহ অন্যরা।
অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও সেন্টারের বিভিন্ন স্তরের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
একই দিনে বাদ মাগরিব নাকোল ইউনিয়নেও বাজার জামে মসজিদ অনুরুপ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।