মােঃ সাইফুল্লাহ:
মাগুরা জেলা সড়ক নিরাপত্তা, ভোক্তা অধিকার সংরক্ষন লবন চামড়া সংক্রান্ত সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সড়ক পরিবহন কতৃপক্ষ মাগুরা সার্কেল আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। মাগুরা বি আর টি এর সহকারি পরিচালক মোঃ: মইনুল ইসলামের সঞ্চালনায় সভায় পবিত্র ঈদুল আযহা পালন নির্বিঘ্ন করতে সড়ক সংস্কার, যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ত্রুটিপুর্ন মোটরযান চলাচল বন্ধ,পুলিশের বিশেষ অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা,পুলিশের টহল জোরদার,মোটরযান গতিসীমা নির্দেশিকা পালন নিশ্চিতকরণসহ সার্বিক বিষয়ে গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, অতিরিক্ত জলা প্রশাসক আব্দুল কাদের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মিহির কান্তি বিশ্বাস, মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, পুলিশ, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক প্রতিনিধি, বিসিক মাগুরা জেলা কার্যালয়ের উপ ব্যবস্থাপক অর্জুন কুমার বিশ্বাস, জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।পরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষনে আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষযে সেমিনার ও লবন ও চামড়া সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম।